নিজেদের উন্নত করতে প্রতিনিয়ত কাজ করছে অ্যাপল। সে ধারাবাহিকতায় অ্যাপল তাদের বিভিন্ন প্রযুক্তি ও পণ্যের নিরাপত্তাত্রুটির সন্ধান পেতে ‘অ্যাপল সিকিউরিটি বাউন্টি’ কর্মসূচি পরিচালনা করে। এ কর্মসূচির আওতায় অ্যাপলের কোনো প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান দিতে পারলেই বিশাল পুরস্কার মিলে। এবার অ্যাপল ঘোষণা দিল তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ পরিচালনার সঙ্গে যুক্ত সার্ভারের নিরাপত্তা ত্রুটির সন্ধান পেতে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার বা ১২ কোটি টাকা পর্যন্ত পুরস্কার মিলবে।
দ্য ভার্জ থেকে জানা যায় অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্সে মূলত আইফোন, আইপ্যাড এবং ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিয়ের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। এআই নির্ভর এই প্রযুক্তি আগামী সপ্তাহে আইফোনসহ বিভিন্ন পণ্যের জন্য উন্মুক্ত করা হবে। আর সে কারণেই অ্যাপল ইন্টেলিজেন্সের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। জানা গেছে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশির ভাগ কার্যক্রম ব্যবহারকারীদের যন্ত্রে সম্পন্ন হলেও এর কিছু কাজ অ্যাপলের প্রাইভেট ক্লাউড কম্পিউট (পিসিসি) সার্ভারের সহায়তায় করা হয়। মূলত সে কারণেই পিসিসি সার্ভারকে যেকোনো ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা করা জরুরি।
আরও পড়ুন: ব্যথা ছাড়াই মোবাইল ফোন দিয়ে এবার রক্তের সুগার মাপা যাবে
অ্যাপল ইন্টেলিজেন্সের পিসিসি সার্ভারের নিরাপত্তার কোনো দুর্বলতা খুঁজে বের করতে আগ্রহীদের জন্য নীতিমালাও প্রকাশ করেছে অ্যাপল। সেখানে পিসিসি সার্ভারের কাজের ধরন ও নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এছাড়াও আগ্রহীদের নিজেদের ভার্চ্যুয়াল রিসার্চ এনভায়রনমেন্ট বা ভিআরইসহ নানান প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেবে অ্যাপল।
প্রতিষ্ঠানটি বলছে তাদের এ উদ্যোগের আওতায় পিসিসি সার্ভারের কনফিগারেশন বা সিস্টেম ডিজাইনের ত্রুটি কিংবা অননুমোদিত প্রবেশাধিকারসহ অভ্যন্তরীণ ইন্টারফেসের নিরাপত্তাত্রুটি খুঁজে বের করতে হবে। আর শনাক্ত ত্রুটির গুরুত্ব অনুযায়ী পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করবে অ্যাপল।
Leave a Reply