শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

আপনার ফোনের ছবি নিরাপদ রাখবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬ বার

বর্তমান সময়ে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়। বিভিন্ন কাজে এখন স্মার্টফোন কমপিউটারের মতোই ব্যবহার হয়। সেই সঙ্গে ক্যামেরা ও মিডিয়া ডিভাইসের কাজ করে। উন্নতমানের ক্যামেরার কারণে এখন বেশিরভাগ মানুষ স্মার্টফোন দিয়েই ছবি ও ভিডিও তোলে। কিন্তু এই ছবিগুলোর কিছু হয়তো একান্ত ব্যক্তিগত, যা আপনি অন্য কারও দেখা পছন্দ করবেন না। তাই এগুলো নিরাপদে রাখার উপায় জানা জরুরি।
ভাবনার কিছু নেই অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে এমন কিছু সহজ কৌশল, যা ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত রাখতে পারেন। প্রযুক্তিবিদরা কিছু কৌশল মানতে বলেছেন এগুলো হলো:
সবচেয়ে সহজ উপায় হলো ছবি সরাসরি গ্যালারি অ্যাপ থেকেই লুকিয়ে রাখা সম্ভব। এজন্য গ্যালারিতে যান, এবার ছবিটি প্রেস করুন দেখবেন হাইড অপসন আসবে সেটা সিলেক্ট করুন। অনেক ফোনে পুরো অ্যালবামও লুকিয়ে রাখা যায়। এজন্য সেটিংস থেকে গ্যালারিতে যান তারপর Hide or unhide albums অপশন থেকে এটি করতে পারেন।
গ্যালারি অ্যাপে পাসওয়ার্ড সেট করুন
বিভিন্ন স্মার্টফোনে গ্যালারিতে পাসওয়ার্ড সেট করার সুযোগ থাকে। এটি ব্যবহার করে আপনি গ্যালারি অ্যাপ লক করে রাখতে পারেন। এ জনু ফোন সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যান তারপর অ্যাপস লকে নির্দেশনা অনুযায়ী পাসওয়ার্ড বা পিন সেট করুন।
বাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে সাশ্রয়ী ‘চ্যাটজিপিটি গো’ চালু
সিকিউর ও প্রাইভেসি স্পেস ব্যবহার করুন
আপনি চাইলে ফোনের নিজস্ব সিকিউর ফোল্ডার বা প্রাইভেস সেভ ফিচার ব্যবহার করতে পারেন। সাধারণত এটা প্রায় সব ফোনেই থাকে। চাইলে পিন, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত করা যায়, ফলে আপনার ছবি থাকবে পুরোপুরি গোপন।
তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করুন
যদি আপনার ফোনে বিল্ট-ইন ফিচার না থাকে, তাহলে আপনি কিছু তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই যাচাই করে নিন অ্যাপটি কতটা নিরাপদ এবং বিশ্বস্ত উৎস থেকে ডাউনলোড করুন।
গুগল ফটোসের লক ফোল্ডার
যদি আপনি গুগল পিক্সেল ফোন ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য বাড়তি সুবিধা আছে। গুগল ফটোস অ্যাপে লক ফোল্ডার ফিচার, যেখানে আপনি পছন্দের ছবি ও ভিডিও সরিয়ে রাখতে পারেন। এগুলো ফোনের মূল গ্যালারিতে দৃশ্যমান থাকবে না, বরং আলাদা নিরাপদ ফোল্ডারে সংরক্ষিত থাকবে।
প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনই বেড়েছে ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনও। নিজের ফোনের সহজ কিছু সেটিংস জেনে রাখলে আপনার প্রাইভেসি সম্পূর্ণ নিরাপদ রাখা সম্ভব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories