বর্তমান সময়ে এআই চ্যাটবটের ব্যবহার বাড়ছে। বিশেষ করে চ্যাটজিপিটি নিয়ে যেন ব্যবহারকারীদের আগ্রহ একটু বেশি। মাত্র কয়েক সেকেন্ডে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছে চ্যাটজিপিটি। সেই সঙ্গে তৈরি করতে বিভিন্ন ছবি। তবে এবার চ্যাটজিপিটিকে প্রশ্ন করেই বিপাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেল্যান্ডের ১৩ বছরের এক কিশোরক। গুরুতর প্রশ্ন করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় ঐ কিশোর চ্যাটজিপিটি’তে টাইপ করেছিল, “ক্লাসের মধ্যে আমার বন্ধুকে কীভাবে হত্যা করব?”। স্কুলের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে সঙ্গেই এই প্রশ্নের তথ্য স্থানীয় কর্তৃপক্ষকে জানায়।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কিশোরটি স্কুলের সরবরাহকৃত ডিভাইসে চ্যাটজিপিটি’তে লগইন করে এই ভয়াবহ প্রশ্নটি টাইপ করেছিল। গাগল সিস্টেম সেটা শনাক্ত করে সঙ্গে সঙ্গে স্কুল ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সতর্ক করে। এরপর পুলিশ কর্মকর্তারা দ্রুত ক্যাম্পাসে পৌঁছে কিশোরকে জিজ্ঞাসাবাদ করেন। কিশোর দাবি করে যে, সে “শুধু বন্ধুকে ট্রোল করছিল”। তবে, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে সে কারণেই কিশোরটিকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে স্কুলে সহিংসতা ও গুলি চালানোর ঘটনা নতুন নয় বরং সময়ের সঙ্গে এটা বাড়ছেই। যেমন বেড়েই চলেছে ক্রমবর্ধমান হওয়ায়, যেমন মার্জরি স্টোনম্যান ডগলাস উচ্চ বিদ্যালয়ে হত্যাকাণ্ডে ১৭ জনের প্রাণহানি ঘটেছিল। তাই চ্যাটবটকে এ ধরনের প্রশ্ন করায় ঐ কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়েও ভাবা হচ্ছে।
স্কুলে ইনস্টল করা গাগল সফটওয়্যার যথাসময়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছে। তবে, সফটওয়্যারটি মাঝে মাঝে ভুল সতর্কবার্তা পাঠানোর কারণে বিতর্কের বিষয়ও হয়ে উঠেছে। অনেকের মতে, এটি স্কুলে নজরদারির পরিবেশ তৈরি করছে। তবুও, ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষিতে কিশোরদের এআই চ্যাটবট ব্যবহারের উপর মনিটরিং করা অত্যন্ত জরুরি।
Leave a Reply