শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে সাশ্রয়ী ‘চ্যাটজিপিটি গো’ চালু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮ বার

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা আরও সহজলভ্য করতে বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশে নতুন ও সাশ্রয়ী প্যাকেজ ‘চ্যাটজিপিটি গো’ চালু করেছে ওপেনএআই। টেক ক্রাঞ্চ থেকে জানা যায় পাঁচ ডলারের থেকেও কম মূল্যের এই প্যাকেজের মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যের সংস্করণের তুলনায় দিনে দ্বিগুণের বেশি প্রম্পট ব্যবহার, ছবি তৈরি, এবং ফাইল বা ছবি আপলোডের সুবিধা পাবেন।
ওপেনএআই জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে তাদের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা সম্প্রতি চার গুণ পর্যন্ত বেড়েছে। এর আগে চলতি বছরের আগস্টে ভারতে পরীক্ষামূলকভাবে এই প্যাকেজ চালু করা হয়। পরে সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় সাফল্যের পর এবার বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও ভিয়েতনামেও এটি চালু করা হলো।
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন। প্রতিষ্ঠানটির চ্যাটজিপিটি বিভাগের প্রধান নিক টারলি বলেন আমরা চ্যাটজিপিটিকে এমন এক সমন্বিত প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যা একপ্রকার অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। লেখালেখি, কোডিং কিংবা সেবা–পণ্য ব্যবহারের প্রতিটি ক্ষেত্রেই থাকবে আলাদা অ্যাপ।
এশিয়ার বাজারে গুগলের সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়াতে ওপেনএআইয়ের এই উদ্যোগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত সেপ্টেম্বরে গুগল ইন্দোনেশিয়ায় তাদের ‘গুগল এআই প্লাস’ প্যাকেজ চালু করে, যা পরবর্তীতে ৪০টিরও বেশি দেশে সম্প্রসারিত হয়। গুগলের সেই প্যাকেজে ‘জেমিনি ২.৫ প্রো’ মডেলের পাশাপাশি সৃজনশীল কনটেন্ট তৈরির টুল ফ্লো (ডিজাইন), হুইস্ক (ছবি পুনর্গঠন) এবং ভিডিও তৈরিতে ব্যবহার করা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories