আবারও একসঙ্গে দেখা মিললো শন মেন্ডেস ও ক্যামিলা ক্যাবেলোর। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। এ ম্যাচেই দেখা মেলে প্রাক্তন এই জুটির।
বাংলাদেশ সময় সোমবার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা-কলম্বিয়া।
ওই ম্যাচেই দেখা মেলে শন মেন্ডেস ও ক্যামিলা ক্যাবেলোর। ফ্লোরিডায় অনুষ্ঠিত কোপার ম্যাচে স্টেডিয়ামের বাইরে বন্ধুদের সাথে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা যায় শন ম্যান্ডেসকে। একই ম্যাচে নিজের বাবাকে নিয়ে ছবি পোস্ট করেন ক্যামিলা ক্যাবেলো।
যদিও তারা একসাথে কোনো ছবি শেয়ার করেননি তবে একজন ফ্যানের ভিডিওতে শন ম্যান্ডেস ও ক্যামিলা ক্যবেলোকে পাশাপাশি বসে কথা বলতে দেখা গেছে।
গত বছর তাদের একসাথে একটি মিউজিক ফেস্টিভ্যালে দেখা যায়। পরবর্তীতে তাদের টেইলর সুইফটের ইরাস ট্যুরেও দেখা গেছে। যদিও তাদের এ সম্পর্ক খুবই স্বল্পস্থায়ী ছিল। কারণ ইরাস ট্যুরের এর কয়েক মাস পরে জুনে তাদের পুনরায় বিচ্ছেদ হয়।
তবে সম্পর্কের চড়াই উতরাই পাশ কাটিয়ে দুই সংগীতশিল্পিই বর্তমানে নিজেদের পেশায় মনোনিবেশ করেছেন।
Leave a Reply