১৫ জুলাই রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় হালুয়াঘাট পৌরসভার ০৪ নং ওয়ার্ডের নারায়ন ভৌমিকের দোকান হতে শুঁটকি মহাল নালিতাবাড়ী রোড পর্যন্ত চেইনেজ ০.০৮৫ কিঃমিঃ আর সি সি রাস্তা নির্মাণ কাজ এবং ০২ নং ওয়ার্ডের মোখলেছের দোকান হতে বিড়ইডাকুনী রাস্তার আকনপাড়া মোড় পর্যন্ত চেইনেজ ০.০৫৬০ কি:মি: কার্পেটিং করন,এই দুইটি উন্নয়ন কাজের ব্যয় ১ কোটি ৪৪ লক্ষ টাকা এর শুভ উদ্বোধন করেন মাহমুদুল হক সায়েম, মাননীয় জাতীয় সংসদ সদস্য ( হালুয়াঘাট- ধোবাউড়া)।এ সময় জাতীয় সংসদ সদস্য পৌর মেয়র এবং কাউন্সিলে উদ্দেশ্যে বলেন, রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে, এর জন্য শহর এলাকাতেও প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে, গাছ লাগালে পরিবেশ জীবন ভালো থাকবে দেখতেও শহর খুব সুন্দর হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রাজশাহী সিটি কর্পোরেশন,এর জন্য তিনি সকলের সহযোগিতা ও কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন খায়রুল আলম ভূঞা, মেয়র, হালুয়াঘাট পৌরসভা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মোছাঃ মনোয়ারা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান, অফিসার ইনচার্জ মাহাবুবুল হক, পৌর নির্বাহী অফিসার ওয়াদুদ ভূইয়া, যুবলীগের আহ্বায়ক নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা থেকে আগত সিআরডিপি টীম সহ হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।কাজ দুটি মেসার্স এস,ইসলাম ট্রেডার্স ও তোরা ট্রেড লিংক, বাস্তবায়ন কারি প্রতিষ্ঠান।
Leave a Reply