স্থানটি কি গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা গেইট ? নাকি ইজিবাইক বা টেম্পু স্ট্যান্ড ? প্রতিদিন পূব থানা গেইটের সামনে তিস্তার গেইট, দত্তপাড়া, হিমারদিঘী ও চেরাগআলীগামী মূল রাস্তা দখল করে রাখা এসব যানবাহন থেকে কারা প্রতিদিন যানবাহন প্রতি ৩০/৬০ টাকা করে (জিপি) নাম দিয়ে চাঁদা নিচ্ছে ? থানার মূল ফটকের সামনে এবং এনা কাউন্টারের সামনে যানজট সৃস্টি করে প্রকাশ্যে এসব যানবাহনে চাঁদাবাজী করায় এসব যানবাহনের চালকরা বেশ সাহসিকতার সাথে ১০ টাকার ভাড়া ৩০ টাকা, ২০ টাকার ভাড়া ৫০ টাকা আর ৪০ টাকার ভাড়া ১০০ টাকা নিয়ে সাধারণ যাত্রীদের প্রকাশ্যে চলছে হয়রানী !
Leave a Reply