শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

বিচ্ছেদের দেড় বছর পর মাহি ও রাকিবের নতুন ছবি ঘিরে জল্পনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫ বার

দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রকাশ্যে জানিয়েছিলেন, রাজনীতিক স্বামী রাকিব সরকারের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। সেই ঘোষণার পর থেকে তাদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। মাহি নিজের কাজে ব্যস্ত ছিলেন আর রাকিবও ছিলেন নিজের মতো। সম্প্রতি মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে, তবে রাকিব কোথায় আছেন সেটা অনেকের অজানা ছিল।
কিন্তু হঠাৎই এক চমক। মাহি তার ফেসবুক পেজে স্বামী রাকিব সরকার ও ছেলে ফারিশকে নিয়ে দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মাশআল্লাহ” সঙ্গে ভালোবাসার ইমোজিও যোগ করেন। তবে অভিনেত্রীর ছবি পোস্ট করার এক এক ঘণ্টা আগেই রাকিব একই ছবি পোস্ট করেছিলেন রাকিব। তাই নেটিজেনদের মনে নতুন করে প্রশ্ন উঠছে তাহলে কি আবার এক হয়েছেন মাহি ও রাকিব?
মাহি তার ফেসবুক পেজে স্বামী রাকিব সরকার ও ছেলে ফারিশকে নিয়ে দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মাশআল্লাহ”। ছবি: সংগৃহীত
মাহি তার ফেসবুক পেজে স্বামী রাকিব সরকার ও ছেলে ফারিশকে নিয়ে দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মাশআল্লাহ”। ছবি: সংগৃহীত
ভক্তরা ঐ ফেসবুক পোস্টের কমেন্টস সেকশনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সব আগের মতো হোক, আল্লাহ আপনাদের সুখে রাখুন। এমন শুভকামনায় ভরছে সোশ্যাল মিডিয়া।
তবে এখন পর্যন্ত মাহি বা রাকিব কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে এই আকস্মিক পারিবারিক ছবিগুলোর পেছনের আসল গল্প জানতে অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। তারা আবার এক হয়েছেন কি না, সেটা সময়ই বলে দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories