শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০ বার

মিশর ও বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মধ্যে পারস্পরিক বিচার বিভাগীয় সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের বিচার বিভাগের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি বউলস ফাহমী (Justice Boulos Fahmy) উক্ত প্রটোকলে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত প্রটোকলে উভয় দেশের সাংবিধানিক, আইনি ও বিচারিক সহযোগিতা বৃদ্ধিতে পারস্পরিক অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। প্রটোকলে উভয় দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।
এ ছাড়া, প্রটোকলে প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার আয়োজন এবং বিচারিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়কে পারস্পরিক সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় বিধান সন্নিবেশিত হয়েছে।
স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী উভয় দেশের সর্বোচ্চ আদালত বিভিন্ন বিষয়ে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে এবং এর পাশাপাশি আইনের কোন বিশেষ শাখায় বিশেষজ্ঞ কোনো আইনবিদ এর মাধ্যমে জ্ঞান বিনিময়সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে যৌথ গবেষণা পরিচালনা করবে। এ ছাড়া, প্রটোকলে উল্লেখ রয়েছে যে উভয় দেশের বিচার বিভাগ সম্মেলন, সেমিনার ও পারস্পরিক সফরের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে বিবেচিত শ্রেষ্ঠ বিচারিক চর্চা ও বিচারিক উদ্ভাবন বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।
সহযোগিতা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে উভয় দেশ লিয়াজোঁ অফিসার নিয়োগ করবে মর্মে প্রটোকলে উল্লেখ রয়েছে, যারা এই প্রটোকল বাস্তবায়নে কার্যক্রম সমন্বয় ও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে মিশর অবস্থান করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories