শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

নিউমার্কেটে তালা ভেঙে ২১ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯ বার
নিউমার্কেটে তালা ভেঙে ২১ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্স (বিশ্বাস বিল্ডার্স) মার্কেটে তালা ভেঙে প্রায় ২১ লাখ টাকা চুরির ঘটনায় চোরাই টাকা উদ্ধারসহ মো. আলিম হাওলাদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার (১০ অক্টোবর) বরগুনার বামনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ ও নিচ তলায় তালা ভেঙে ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি করে পালিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এ ঘটনায় বাদী মো. মানিকের অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় একটি চুরির মামলা করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তকালে নিউমার্কেট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে। একপর্যায়ে গত শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বরগুনার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া নামক এলাকা থেকে বামনা থানা পুলিশের সহায়তায় আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত টাকার মধ্যে নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত একটি কাটা শাবল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলিম হাওলাদার চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories