বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৭ বার

চলতি মাসে আঘাত হানতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। এছাড়া কয়েকদিন হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি। এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানিয়েছেন, মার্চে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/ মাঝারি ধরণের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-5450504941871955&output=html&h=90&slotname=7965986715&adk=213083495&adf=2435927782&pi=t.ma~as.7965986715&w=728&lmt=1677917800&format=728×90&url=https%3A%2F%2Fwww.abnews24.com%2Fweather%2F222544%2F%25E0%25A6%25A4%25E0%25A7%2580%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25B0-%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25AC%25E0%25A7%2588%25E0%25A6%25B6%25E0%25A6%25BE%25E0%25A6%2596%25E0%25A7%2580-%25E0%25A6%259D%25E0%25A7%259C-%25E0%25A6%2593-%25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2583%25E0%25A6%25B7%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A6%25BF%25E0%25A6%25B0-%25E0%25A6%2586%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%25B8&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTEwLjAuNTQ4MS4xNzgiLFtdLGZhbHNlLG51bGwsIjY0IixbWyJDaHJvbWl1bSIsIjExMC4wLjU0ODEuMTc4Il0sWyJOb3QgQShCcmFuZCIsIjI0LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTEwLjAuNTQ4MS4xNzgiXV0sZmFsc2Vd&dt=1677917800210&bpp=20&bdt=1084&idt=59&shv=r20230301&mjsv=m202302280101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D0776f59ecb53497f-22e7a69350d9006d%3AT%3D1673771265%3ART%3D1673771265%3AS%3DALNI_MbMynghlMimWRx7roVZiXnc0lyyXw&gpic=UID%3D00000ba4e832ad5e%3AT%3D1673771265%3ART%3D1677917741%3AS%3DALNI_Mb-0C9ewzah0CP4AxmrWYfmYDueiQ&prev_fmts=300×250%2C0x0&nras=1&correlator=2675414663859&frm=20&pv=1&ga_vid=200550408.1673771264&ga_sid=1677917800&ga_hid=1366188870&ga_fc=1&u_tz=360&u_his=6&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=151&ady=854&biw=1349&bih=625&scr_x=0&scr_y=0&eid=44759926%2C44777877%2C44759842%2C44759875%2C31072730%2C31072787%2C31067146%2C31067147%2C31067148%2C31068556&oid=2&pvsid=2519602576831324&tmod=1838435609&uas=0&nvt=1&topics=ARTwLgIEfuBaw_8XE076HKaX-zcvpmSz5sFvUVSni2v0EvD_ef5wJIIYV6mxvVGtgGOF04EqUoyTKZ-XUcPvPopBjlP49j54Z4sLrH9duC1rXWjFiXDGNpLtNjgvmD3Ci-SG8nBPkI-Af1JupqI-qRwEjv4_AmrjDnkA1-WU5NkrDVdZwbdlZMQdRe7Pvzk-qmRmTKArSFh2EM1EV7F5&ref=https%3A%2F%2Fwww.abnews24.com%2Fweather&fc=896&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C625&vis=1&rsz=%7C%7CleEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&td=1&nt=1&ifi=1&uci=a!1&btvi=1&fsb=1&xpc=jh3quGKYwv&p=https%3A//www.abnews24.com&dtd=228এছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ২-৩ টি মৃদু (৩৬-৩৮° সেলসিয়াস)/ মাঝারি (৩৮-৪০° সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। আর দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।এদিকে মার্চে দেশের সব প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ২ দশমিক ৫০–৪ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬-৮ ঘণ্টা থাকতে পারে।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পর্যালোচনামূলক এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস (যশোর, ২৩ ফেব্রুয়ারি) এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস (মৌংলা ও কুমারখালী, ৪ ফেব্রুয়ারি) রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৬ ডিগ্রি সেলসিয়াস ও ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল এবং সারাদেশে গড় তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories