শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশে ভরি কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬ বার

সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম ছুঁয়েছে নতুন উচ্চতা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৫০২.৫০ দিরহাম, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম ৪৬৫.২৫ দিরহামে।
রোববার (১২ অক্টোবর) ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৪৯০.৫০ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ৪৫৪.২৫ দিরহাম।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ১৪১.৫ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৭০ শতাংশ বেশি। গত এক মাসে দাম বেড়েছে ১২ শতাংশেরও বেশি।
বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি, বাজার অনিশ্চয়তা, দুর্বল মার্কিন ডলার, স্থিতিশীল সুদের হার এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছেন। চলতি বছর শুরুর পর থেকে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ, যা শেয়ারবাজার, বন্ড ও তেলের তুলনায় বেশি।
রেকর্ড দামে সংযুক্ত আরব আমিরাতের খুচরা বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে গয়না কেনার প্রবণতা কিছুটা কমলেও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ বলেন, ‘দাম বাড়লেও স্বর্ণের প্রতি মানুষের আস্থা অটুট। অনেকে হয়তো এখন কম পরিমাণ কিনছেন, কিন্তু বিনিয়োগ হিসেবে স্বর্ণের গুরুত্ব আরও বেড়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বর্ণ কেবল অলংকার নয়, এটি এখন আর্থিক নিরাপত্তার প্রতীক।
কানজ জুয়েলসের পরিচালক অর্জুন ধনক বলেন, ‘মানুষের কেনার ধরণ বদলেছে, কিন্তু কেনা বন্ধ হয়নি। আগে কেউ যদি ১০ হাজার দিরহামের গয়না কিনতেন, এখনো সেই টাকাই খরচ করছেন, তবে ওজন কম পাচ্ছেন।’
তিনি আরও বলেন, দীপাবলিকে সামনে রেখে উপহার হিসেবে স্বর্ণের চাহিদা এখনও ভালো, যদিও অনেকে এখন তুলনামূলক ছোট ও হালকা গয়না বেছে নিচ্ছেন।
দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৭২০ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪ হাজার ৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories