শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

মাগুরায়-৬২১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে

মাগুরা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার

মাগুরায় শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে।
ঢাক-ঢোল,শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে,জেলা শহরসহ চার উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।এর মধ্যে মাগুরা শহরে ২২ টি,সহ মোট-
৪টি উপজেলায় এবছর-৬২১টি মন্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পূজায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী,মহালয়ার দিনে দেবী দুর্গার আগমন হলেও ষষ্ঠীর মধ্য দিয়েই পূজার মূল আচার শুরু হয়।এদিন দেবীর বোধন,অধিবাস ও আমন্ত্রণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।ভক্তদের বিশ্বাস, শুভ শক্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দেবী দুর্গা মর্ত্যে অবতীর্ণ হয়ে অসুর শক্তিকে দমন করেন।বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়েছে।এ বছর দেবী দুর্গা গজে (হাতির পিঠে) আগমন করেছেন এবং দোলায় গমন করবেন।”।
নারী-পুরুষ,শিশু-কিশোর নির্বিশেষে সবাই নতুন পোশাকে মণ্ডপে উপস্থিত হয়ে দেবী বন্দনায় অংশ নিচ্ছেন।পূজা মণ্ডপগুলোতে ঢাক-ঢোল আর শঙ্খধ্বনির সাথে চলছে ভক্তদের মিলনমেলা।ষষ্ঠীর পর ধারাবাহিকভাবে সপ্তমী,অষ্টমী ও নবমীর নানা আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories