শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

পুলিশ সুপারের ব্রিফিং, গাজীপুরে দূর্গাপূজায় সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কা নেই

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গাজীপুরে কেনো সন্ত্রাসী কার্যক্রম চালানো বা অপ্রীতিকর ঘটনার কোন আশঙ্কা নেই। গাজীপুর জেলার ৫টি উপজেলায় ৩৪০টি মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার চৌধুরী মোঃ যাবের সাদেক এ তথ্য জানান।

তিনি আরো বলেন, প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। দূর্গাপূজার নিরাপত্তা সংক্রান্তে বিট ভিত্তিক দুই পালায় ৯৬টি মোবাইল হোন্ডায় ১৯২ জন পুলিশ দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ ৬টি পূজা মন্ডপে দুই পালায় ৪৮জন, জেলায় তিনটি ইসকন মন্দিরে নিরাপত্তা ডিউটিতে মোতায়েন থাকবে ১৫ জন দায়ত্ব পালন করবে। এছাড়া, ৪৫টি মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ডিউটি, স্ট্যান্ডবাই ডিউটি ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। জেলায় মোট ৯৪৫জন পুলিশ সদস্য পূজামন্ডগুলোতে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য ছাড়াও মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর ১২১টি পূজামন্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে নয়টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এ নয়টি ভিজিল্যান্স টিম সদর মেট্রো থানা এলাকা, কাউলতিয়া, পূবাইল, টঙ্গী পূর্ব, টগী পশ্চিম, বাসন থানা, গাছা থানা, কোনাবাড়ি ও কাশিমপুর থানা এলাকার পূজা মন্ডপগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সংক্রান্ত দৈনিক প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories