বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী যমুনা গার্মেন্সে শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-৭, আবারো-৭৫ শ্রমিক ছাঁটাই টঙ্গীতে মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারী শ্রমিকরা, যান চলাচল শুরু গাজীপুরে মহিলা কাউন্সিলরসহ গ্রেফতার-২ টঙ্গীতে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৫ গাজীপুরে বলাৎকারের অভিযোগ দিয়ে গণধোলাই। কারাগারে নেয়ার পর মৃত্যু,এলাকায় উত্তেজনা টঙ্গী ময়দানে সহিংসতার মামলায় জামিনে মুক্তি পেলেন সা’দ পন্থী আলেম মুফতি মুফতি জিয়া বিন কাশেম টঙ্গীতে শালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া যুবককে বাধা দিতে গিয়ে নিজেই খুন অনুগল্প “ভালোবাসার অনুসূচনা” পাহাড়ে নারীর জীবন সংগ্রামের ছাপচিত্র লাইসেন্স পেলো স্টারলিংক

শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কী বললেন অপু বিশ্বাস-বুবলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১ বার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শাকিব খান। আজ তার জন্মদিন। ১৯৮৩ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে অভিনয় করতে এসে নাম বদলে হয়েছেন শাকিব খান। বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মা ছিলেন গৃহিণী। এক ভাই ও এক বোন তারা।
১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাকিব খানের। তারপর কয়েক বছর কেটে গেলেও ২০০৭ সালে ‘কিং খান’ হিসেবে তারকা খ্যাতি লাভ করা শুরু করেন তিনি।
এরপর অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। আর এর বাইরে ব্যক্তিজীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীকে বিয়ে করেছিলেন। দুই নায়িকারই সন্তানের বাবা হয়েছেন তিনি। কিন্তু কারো সঙ্গেই স্থায়ী হয়নি সংসার।
বর্তমানে অপু বিশ্বাস-বুবলী দু’জনই অতীত ঢালিউড সুপারস্টারের। তাই বলে কী তার ওপর থেকে ভালোবাসা কমেছে সাবেক দুই স্ত্রীর? মোটেও নয়। এ জন্যই তো এবার শাকিব খানের জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসালেন অপু-বুবলী।
শুক্রবার শাকিব খানের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সিনেমার দৃশ্যে দু’জনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’
এদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানাতে বাদ রাখেন চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ এর মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এ পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এবার বাংলা ছাড়িয়ে ওপার বাংলার টালিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় তিনি। শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে― ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘সিটি টেরর’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘আমার প্রাণের স্বামী’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘দরদ’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories