বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯ বার

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন এসেছে। যার মধ্যে অন্যতম হলো বিসিবি। নাজমুল হাসান পাপনের জায়গায় বসেছেন ফারুক আহমেদ। তাই দেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে। তবে মাত্র চার মাসেই ম্যাজিকাল কিছু করা যাবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
বুধবার মিরপুর শের-ই বাংলায় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। এ সময় দায়িত্ব নেওয়ার চার মাসটা কেমন হলো জানতে চাওয়া হয় তার কাছে।
জবাবে ফারুক আহমেদ বলেন, আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন, এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ। আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি, ভারতে দুটি টেস্টই হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করেছি। ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি। আবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি। এটা সংমিশ্রণ বলতে পারেন।
চার মাসে এর থেকে বড় কিছু করা যাবে না বলে মনে করেন বিসিবি সভাপতি। তার ভাষ্য, আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি, কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু লজিক্যাল সিকুয়েন্স যে ফলাফল আসবেই। আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন। চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না।
ওরা তো মিথ্যাবাদী, জয়সাওয়ালদের এক হাত নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার
এর আগে জাতীয় দলের ক্রিকেটাররা পারফরম করলেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি পুরনো। এ নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, কিছু জিনিসে আমি জোর দিয়েছি, যেমন ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে এটা নিয়ে আমি বলেছি যে কিছুই বলা যাবে না। আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে, আগে দেখতাম ওরা ফেসবুক স্ট্যাটাস দিত, এগুলো এখন কমেছে।
তিনি আরও বলেন, আমার মনে হয় একটা অর্গানাইজেশনে এই কোওর্ডিনেশনটা খুবই প্রয়োজন, আমরা তো এক সঙ্গেই কাজ করি। যেমন আপনারা স্পোর্টস সাংবাদিক, আপনারা তো সমালোচনা করবেনই। তো এটা যদি গঠনমূলক হয় তাহলে আমাদেরও সুবিধা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories