সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-২ টঙ্গীতে পা পিছলে ট্রেনের চাকায়, প্রাণ গেল পুলিশ সদস্যের হালুয়াঘাটে ট্রাক চাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর হালুয়াঘাটে জলবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থান পরিদর্শনপৌর মেয়র খায়রুল আলম ভূঞার প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে হালুয়াঘাটে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন রাজধানীসহ আশপাশের জেলায় বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে চুরি ও মাদক ব্যবসা করতো তারা হালুয়াঘাটে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত আমার ভোটের হিসাব পেয়েছি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ: জায়েদা খাতুন গাজীপুর সিটি নির্বাচন: সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর হলেন যাঁরা গাজীপুর সিটিতে কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যাঁরা

গাজীপুরে তিন মেয়রসহ ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৭ বার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রবিবার (৩০ এপ্রিল) ছিলো মনোনয়নপত্র বাছাইয়ের দিন। নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন। বাছাইকালে ১২ জন মেয়র প্রার্থীর মধ্যে তিন মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ছয় জন এবং সাধারণ ওয়ার্ডের ১৭ জন কাউন্সিলরসহ ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত টানা ১৩ ঘন্টা ধরে চলে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। বাতিলকৃত এসব প্রার্থীর মধ্যে অধিকাংশ ঋণখেলাপির অভিযোগে তাদের প্রার্থীপদ বাতিল হয়েছে বলে রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে। বাতিলকৃত সাধারণ ওয়ার্ডের প্রার্থীরা হলেন—৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৭ নম্বর ওয়ার্ডে হামিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে দেওয়ান মো. সোলায়মান, ১৯ নম্বর ওয়ার্ডে শাহীন আলম ও মোশারফ হোসেন, ২০ নম্বর ওয়ার্ডে এস এম সারওয়ার জাহান, ২২ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম রিপন, ২৭ নম্বর ওয়ার্ডে হানিফ তালুকদার, ৩২ নম্বর ওয়ার্ডে হাজি মোহাম্মদ আলী ও সালেহ আহম্মেদ শাহজাহান, ৩০ নম্বর ওয়ার্ডে জামাল খান ও আমিন উদ্দিন সরকার, ৩৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম নিয়া, ৪৫ নম্বর ওয়ার্ডে গাজী আল আমিন ও ৫৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন কামাল।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে যে ছয় জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন-৩ নম্বর ওয়ার্ডের শাহিদা আক্তার, ৫ নম্বর ওয়ার্ডের শিরিনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ডের আয়েশা আক্তার, ১৫ ওয়ার্ডের পারুল খানম, ১৭ নম্বর ওয়ার্ডের রোখসানা পারভীন ও ১৮ নম্বর ওয়ার্ডের ফেরদৌসি বেগম।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, সব বৈধ প্রার্থীদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রতীক বরাদ্দের আগে কোনো পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ডসহ কোনো প্রচারণা করতে পারবেন না। যদি এ সময়ের মধ্যে কেউ প্রচারনা চালানোর চেষ্টা করেন, তাহলে প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনে তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।
মেয়র পদে ৯ জন, ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিরর পদে ২৭২ জন ও ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর বৈধ প্রার্থী রয়েছেন ৭৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories