শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

এ আর রাহমানের সঙ্গে তার দলের মোহিনীর পরকীয়ার গুঞ্জন, আইনজীবী যা জানালেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯ বার

বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের পথেই হাঁটলেন অস্কার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। প্রায় তিন দশকের দাম্পত্য শেষ করে মঙ্গলবার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও সায়রা বানু। আর একই দিনে কয়েক ঘণ্টা পর বিচ্ছেদের ঘোষণা দেয় এ আর রাহমানের দলের অন্যতম বেজিস্ট মোহিনী দে। এরপর থেকেই শুরু হয় নতুন গুঞ্জন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এ আর রহমানের দলে বেজ গিটারিস্ট হিসেবে বহুদিন ধরেই আছেন কলকাতার মেয়ে মোহিনী দে। দেশ-বিদেশের বহু কনসার্টে তাকে দেখা গেছে। একই দিনে এ আর রাহমান এবং মোহিনীর বিচ্ছেদের ঘটনা দেয়ায় নেটিজেনরা ইতিমধ্যে নানা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। কেউ কেউ তো বলছেন, তবে কি রহমানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
এ আর রহমানের স্ত্রী সায়রা বানু তার আইনজীবীর মাধ্যমে যখন বিবাহ বিচ্ছেদের বিবৃতি প্রকাশ করেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের দলের বেজিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান ইনস্টাগ্রামে। সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী। তাই দুজনের কর্মক্ষেত্র একই, বিধায় বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহিনী।
সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী।
অন্যদিকে বিষয়টি নজরে আসে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এই আইনজীবী বলেন, দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। সাইরা এবং রহমান তাদের সিদ্ধান্ত একেবারেই নিজেদের জন্য নিয়েছেন। তাদের নিজস্ব কিছু সমস্যার কারণেই বিচ্ছেদ এটা আগেও বলেছি।
আইনজীবীর এই বক্তব্যে তাদের বিচ্ছেদকে ঘিরে চলতে থাকা গুঞ্জনের আবদান করে কিনা সেটাই দেখার পালা। যদিও ২৯ বছর বয়সী মোহিনীকে ঘিরে নেটিজেনদের চর্চা চলছেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories