বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২২ অপরাহ্ন

মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪৩ বার

মাগুরা মহম্মদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন হয়েছে। বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস মম্মদপুর-মাগুরা।
মাছের পোনা অবমুক্ত, শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ এবং জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ – এই প্রতিপাদ্য নিয়ে বুধবার বিকালে উপজেলা পরিষদের পুকুরের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন সিকদার এমপি। পরে পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলাপরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সাংসদ ড.শ্রী বীরেন শিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শ মোঃ বোরহান উল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোছাঃ ফেরদৌসি আরা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে ৩ জন সফল মৎস্য চাষির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, অবৈধ মাছ শিকারের কারণে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ করতে হবে। এজন্য অভিযান চালানোর পাশপাশি আইনের প্রয়োগ করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories