ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের উপজেলা শাখা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, ও হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারী কলেজ শাখা কমিটি গত ৪ মে ২৩ তারিখে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহামদ আল- আমিন, সম্পাদক হুমায়ন কবিরের যৌথ স্বাক্ষরে প্রায় ৩০ বৎসর পর ছাত্রলীগের তিনটি ইউনিটের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
জানা যায় প্রায় ৩০ বৎসর পূর্বে উপজেলা শাখার সভাপতি বর্তমান জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার এবং ইমরান মোহামদ হান্নানকে সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি করা হয়েছিল, তারপর এ পর্যন্ত আহবায়ক কমিটির মাধ্যমে চলে আসছিল হালুয়াঘাট ছাত্রলীগের বিভিন্ন কমিটির নেতৃত্ব । ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি, সম্পাদকসহ মোট ৩২ পদের নাম, পৌর ছাত্রলীগ কমিটিতে সভাপতি সম্পাদক সহ ১৩ পদে নাম এবং শহীদ স্মৃতি সরকারী কলেজে শুধু সভাপতি সম্পাদকের নাম উল্লখে করে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। প্রতি কমিটিকে ১ বৎসরের জন্য অনুমোদন দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাবজালুর রহমান হিল্লোল,সহ-সভাপতি হিসাবে যারা মনোনীত হয়েছেন জাকারিয়া আলম,রুবেল রানা,রকিবুল ইসলাম,শাহরিয়ার ইমরান খান,নুরুজ্জামান মিলন,শুভাশিষ সরকার বিশাল,বদরুল হায়দার,আবু সায়েম,এ কে আজাদ,মেহেদী হাসান,জয় পাঠক,কামরুল ইসলাম,শেখ সাদী,জহিরুল ইসলাম,আতিউর রহমান,মারুফুল আলম, ফয়সল মূর্শেদ জনি সম্পাদক শহিব হোসেন রাহুল, যুগ্ম সম্পাদক নাম শেখ ফরিদ আহম্মেদ, মির্জা রুমান,সাদ আরাফাত জয়,নিকসেং চিসিম,মাহফুজুর রহমান,মোহিত হাসান,জাহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, মনির শেখ, আল আরাফাত নূর,ফরিদ হোসেন,মারুফ আহম্মেদ, রফিবুল ইসলাম রকি। পৌর ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান মানিক, সহ-সভাপতি কোহিনূর হোসেন,আশরাফুল ইসলাম,মির্জা নাসারুল হাসান ইভান, মাহমুদুল হাসান, মনোয়ার হেসেন, সম্পাদক নাফিউল সাদাত ঈশান, যুগ্ম সম্পাদক, মির্জা নাফিস ইমরান ইমন, সোয়াইব ইফতেখার সাদ, মোহাম্মদ নয়ন,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, আকাশ ভৌমিক,সাজ্জাদ মন্ডল,মনোনিত হয়েছেন এবং শহীদ স্মৃতি সরকারী কলেজ শাখা সভাপতি মনিরুজ্জামান তন্ময়,সম্পাদক মেহেদী হাসান। সব কমিটিকে আগামী ৩০ দিনে মধ্যে বাকী পদ পুরন করার জন্য ও নির্দেশনা দিয়েছেন। এইদিকে সাবেক কমিটির নেতৃবৃন্দ বহুদিন পর হলেও আংশিক কমিটি ঘোষনায় খুশি, পাশা পাশাপাশি যোগ্যদের বাকী কমিটির পদ দিয়ে মূল্যায়ন করবে এবং আগামীদিনে এই কমিটির মাধ্যমে আওয়ামীলীগ ও ছাত্রলীগের গতিশীলতা বৃদ্ধি ও শক্তিশালী হবে বলে মনে করেন।
Leave a Reply