দীর্ঘদিন পরে হলেও রুগ্ন প্রায় টঙ্গীর ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রটি অবশেষে চালু হয়েছে । তবে গ্যাস স্বপ্লতার কারনে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গত প্রায় ৩ বছর ৯ মাস ১৬ দিন যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিষ্ঠানটি বন্ধ থাকার পর টঙ্গীর এই বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি মেরামত পূর্বক চালু করা হয় । কেন্দ্রটি উদ্বোধনের পর থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ায় একাধিকবার বন্ধ হয়ে যায় । এতে সরকারকে কোটি কোটি টাকা গচ্চা দিতে হয়। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর থেকে বাংলাদেশ পাওয়ার ডেভলাপমেন্ট বোর্ড, ফেঞ্চুগঞ্জ, সিলেটের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে বন্ধ হওয়া ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রটি চালুর উদ্দেশ্যে দিনরাত কাজ করেন । উৎপাদন মুখী ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটিতে নস্ট হয়ে যাওয়া গ্যাস বোস্টার, কমপ্রেসার, ইউনিট সার্কিট বেকার লাগানোর পর গত সোমবার (২০মার্চ) রাতে ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয় এবং প্রায় ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর গ্যাস স্বপ্লতার কারনে তা বন্ধ রাখা হয় বলে জানান সিলেটের ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম । তিনি আরো জানান, এখন থেকে ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে কোন সমস্যা নেই । প্রয়োজনীয় গ্যাস সরবরাহ থাকলে সরকার এই কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে এবং দেশের বিদ্যুৎ চাহিদা পুরণ করবে।
এ ব্যাপারে ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার ও তত্বাবধায়ক প্রকৌশল মো.আতিকুর রহমানের মুঠোফোনে বার বার যোগাযোগ করে উনাকে পাওয়া যায়নি ।
Leave a Reply