ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। ভারতীয় ক্রিকেট নিয়ে নানা সময় বিভিন্ন মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার। এবার মন্তব্য করলেন অধিনায়ক রোহিত শর্মা এবং সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। রোহিত শর্মার টেস্ট ফরম্যাটের ভবিষ্যৎ ও ফিটনেস নিয়ে জল্পনার মধ্যেই যুগরাজ বলেছেন, ভারতের কোচ হলে রোহিতকে ২০ কিলোমিটার দৌড়াতে বলতেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ফর্মে ছিলেন না রোহিত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির পরেও খুব একটা রান পাননি বিরাট কোহলিও। এরপর তাদের দল থেকে বাদ দেওয়ার দাবি তোলা হচ্ছিল। আইপিএলের পরে আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল।
সেই সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্বে রোহিত থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। যা মেনে নিতে পারছেন না যোগরাজ। তিনি বলেন, ‘যদি আমাকে ভারতীয় দলের কোচ বানানো হয়, আমি এই একই খেলোয়াড়দের দিয়ে একটি দল তৈরি করব, যা যুগ যুগ ধরে অপ্রতিরোধ্য থাকবে।’
তিনি বললেন, ‘যদি আমাকে কোচ বানান, তাহলে আমি তাদের সমর্থন করব, কারণ আমরা সবাই জানি তারা একসময় চ্যাম্পিয়ন ছিলেন, এবং তাদের ওপর চাপ সৃষ্টি করা ঠিক নয়। আমি বলব, ‘রঞ্জি ট্রফি খেলো, আমি রোহিতকে ২০ কিলোমিটার দৌড়াতে বলব। কেউ সেটা করে না। এই খেলোয়াড়রা রত্ন, তাদের বাইরে ফেলবেন না। আমি তাদের পিতার মতো হবো। আমি কখনোই যুবরাজের এবং অন্যদের মধ্যে পার্থক্য করিনি, এমনকি ধোনিকেও না। তবে যা ভুল, তা ভুল।’
রোহিত এবং কোহলিকে নিয়ে মন্তব্য ছাড়াও, যোগরাজ টেন্ডুলকারপুত্র অর্জুন টেন্ডুলকারের প্রশংসা করেছেন। অর্জুনের অনাবিষ্কৃত সম্ভাবনা তুলে ধরে যোগরাজ বলেছেন, ‘যদি অর্জুন টেন্ডুলকার এখন আমার কাছে আসে, আমি তাকে ছয় মাসে বিশ্বের সেরা ব্যাটসম্যান বানিয়ে দেব। তার ব্যাটিংয়ের যে সম্ভাবনা আছে, তা কেউ জানে না। সে আমার সঙ্গে ১২ দিন ছিল এবং সে রঞ্জি ট্রফির ডেব্যুতে সেঞ্চুরি করেছিল। কেউ কি বুঝতে পেরেছিল
Leave a Reply