গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঝাজর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে গাছা থানার কনস্টেবল মোস্তফা কামাল গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের সময় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মনির পালানোর চেষ্টা করলে কনস্টেবল মোস্তফা কামাল তাকে আটক করেন। এ সময় মনিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে আক্রমণ করে এবং মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এতে করে কনস্টেবল মোস্তফা কামালের কান ও পেটে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থা অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এ ঘটনায় গাছা থানা পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। তারা হলেন— মৃত জমির আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৮), মৃত আব্বাস আলীর ছেলে মো. জাহিদ মণ্ডল বাবু (৩০) এবং মৃত আলী আকবরের ছেলে নূরা (৩৭)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি, পুলিশের রক্তাক্ত পোশাক ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ধরনের হামলা রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
Leave a Reply