বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী যমুনা গার্মেন্সে শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-৭, আবারো-৭৫ শ্রমিক ছাঁটাই টঙ্গীতে মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারী শ্রমিকরা, যান চলাচল শুরু গাজীপুরে মহিলা কাউন্সিলরসহ গ্রেফতার-২ টঙ্গীতে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৫ গাজীপুরে বলাৎকারের অভিযোগ দিয়ে গণধোলাই। কারাগারে নেয়ার পর মৃত্যু,এলাকায় উত্তেজনা টঙ্গী ময়দানে সহিংসতার মামলায় জামিনে মুক্তি পেলেন সা’দ পন্থী আলেম মুফতি মুফতি জিয়া বিন কাশেম টঙ্গীতে শালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া যুবককে বাধা দিতে গিয়ে নিজেই খুন অনুগল্প “ভালোবাসার অনুসূচনা” পাহাড়ে নারীর জীবন সংগ্রামের ছাপচিত্র লাইসেন্স পেলো স্টারলিংক

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য গুরুতর আহত, গ্রেফতার-৩

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯৬ বার

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঝাজর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে গাছা থানার কনস্টেবল মোস্তফা কামাল গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের সময় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মনির পালানোর চেষ্টা করলে কনস্টেবল মোস্তফা কামাল তাকে আটক করেন। এ সময় মনিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে আক্রমণ করে এবং মোস্তফা কামালকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এতে করে কনস্টেবল মোস্তফা কামালের কান ও পেটে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থা অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এ ঘটনায় গাছা থানা পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। তারা হলেন— মৃত জমির আলীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৮), মৃত আব্বাস আলীর ছেলে মো. জাহিদ মণ্ডল বাবু (৩০) এবং মৃত আলী আকবরের ছেলে নূরা (৩৭)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি, পুলিশের রক্তাক্ত পোশাক ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ধরনের হামলা রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয়রা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories