বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

আওয়ামী লীগের সমন্বয় সভা আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৪১ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার অন্তর্গত জাতীয় সংসদ সদস্য এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১১টায় ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৯ জুন) সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার সকাল ১১টায় ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ৩/এ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার অন্তর্গত জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories