২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার চার বছর পর ২০১৫ সালের ২৩ জুলাই মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তিন মাসের জন্য অনুমোদন দেওয়া আহ্বায়ক কমিটি প্রায় ৯ বছর পার করেছে।
অবশেষে আজ শনিবার প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে কুমিল্লায় অবস্থান করা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মাদরাসা শিক্ষাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জানান, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন।
ঐতিহাসিক টাউন হল মাঠে হচ্ছে এই সম্মেলন। প্রথম সম্মেলন ঘিরে কুমিল্লা সিটির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
বিশেষ বক্তা থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন। সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজীজ সিহানু।
Leave a Reply