ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েটে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার (২৯ এপ্রিল) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য এই কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, আমরা কলাভবন কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। প্রশ্নের গুণগত মান ও সার্বিক পরিবেশে তারা সন্তোষ প্রকাশ করল। আজ চারুকলা অনুষদে শিক্ষার্থী কম হওয়ায় স্বাভাবিক পরিবেশ খুবই ভালো। আমরা আশা করব, সামনের দিনগুলোতেও পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে। এ ক্ষেত্রে সব মহলের সহযোগিতা একান্ত কাম্য। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিয়েছে এবারও সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপাচার্য আরও বলেন, যেসব প্রতারক চক্র নানাভাবে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িয়ে পড়ে তাদের মূলোৎপাটনের একটা উদ্যোগ নিয়েছিলাম। সেই সূত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার সহায়তায় তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।
ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের বহু নির্বাচনী অংশের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। কলা অনুষদে চারটি ও সামাজিক বিজ্ঞান অনুষদে তিনটিসহ মোট সাতটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্র মতে, এবারের ‘চ’ ইউনিটে মোট ১৩০টি আসনের বিপরীতে প্রায় সাত হাজার ৯৭টি আবেদন পড়েছে। ওই হিসেবে আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নিয়েছেন। এই ইউনিটের পরীক্ষা ছাড়া আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট ও ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Leave a Reply