নিজ্ঝুম নিরালায় দুজন দুজনের
কেউই তেমন করেই নয়।
এগুনোর অপরিহার্য টানে
কথোপকথনে আড়ষ্ট,
ভাবনার প্রকাশ ঘটায়নি বলে
আজও দূরত্বের ব্যবধান।
না বলা কথার মাঝেই বিরাজমান ছিল,
বলিবার ইচ্ছাকৃত বিরল বিশ্লেষণ।
তুমি কেবল শুনিলে শুধুই সে কথা,
অচিন প্রান্তর তাই উদাসীন উন্মন।
Leave a Reply