বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী যমুনা গার্মেন্সে শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-৭, আবারো-৭৫ শ্রমিক ছাঁটাই টঙ্গীতে মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারী শ্রমিকরা, যান চলাচল শুরু গাজীপুরে মহিলা কাউন্সিলরসহ গ্রেফতার-২ টঙ্গীতে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৫ গাজীপুরে বলাৎকারের অভিযোগ দিয়ে গণধোলাই। কারাগারে নেয়ার পর মৃত্যু,এলাকায় উত্তেজনা টঙ্গী ময়দানে সহিংসতার মামলায় জামিনে মুক্তি পেলেন সা’দ পন্থী আলেম মুফতি মুফতি জিয়া বিন কাশেম টঙ্গীতে শালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া যুবককে বাধা দিতে গিয়ে নিজেই খুন অনুগল্প “ভালোবাসার অনুসূচনা” পাহাড়ে নারীর জীবন সংগ্রামের ছাপচিত্র লাইসেন্স পেলো স্টারলিংক

আওয়ামী লীগের ছায়াসঙ্গী নাসির এখন বিএনপি নেতা

সিনি: স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০০ বার

বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামীলীগের হয়ে দাপিয়ে বেড়ানো নাসির সরকার এখন বিএনপি’র নেতা হিসেবে এলাকায় প্রভাব খাটিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন।
গাজীপুরের পূবাইল এবং নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকাবাসী সূত্রে জানা যায়, নাসির সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও গ্রামের মৃত ওসমান সরকারের ছেলে।তার বিরুদ্ধে রয়েছে ডাকাতি ও ধর্ষণের প্রস্তুতি, একজন মুক্তিযোদ্ধা কে হেনস্তা করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ।
এক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে নিজ এলাকা ছেড়ে পাড়ি জমান পার্শ্ববর্তী নাগরী ইউনিয়নে বড়কাউ এলাকায় তার আপন খালু তৎকালীন নাগরী ইউনিয়নের চেয়ারম্যান ও একটি হত্যা মামলার আসামী মোঃ কাদির মিয়ার আশ্রয়ে।আওয়ামী সরকারের সময়ে
কাদির মিয়া কর্তৃক জমি দখল,বালুর গদি থেকে চাঁদা আদায়,পূর্বাচলের বিভিন্ন প্লটের মালিকদের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন ধরনের অপকর্মের নেতৃত্বে ছিল নাসির।
নাসির এবং তার পরিবারের সদস্যরা রাজউক পূর্বাচলের বাসিন্দা না হয়েও পরিবারের প্রত্যেক সদস্যের নামে রাজউকে প্লট বরাদ্দ পাওয়ার পিছনে তৎকালীন চেয়ারম্যান কাদির মিয়ার হাত রয়েছে।
কাদির মিয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ঘনিষ্ঠ হওয়ায় রাজউক এবং মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে প্লট বাণিজ্য লিপ্ত ছিলেন।
নাসির ছাড়াও কাদের চেয়ারম্যান নিজে এবং তার পরিবারের সদস্যদের নামে বহু প্লট বরাদ্দ করিয়ে নিয়েছিলেন।
কাদির চেয়ারম্যানের মৃত্যুর পর তার ছেলে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাইদুল ইসলাম অর্ণবের ডান হাত হিসেবে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মের নেতৃত্বে ছিলেন নাসির।
নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকান্ড নাসিরের অংশ নেওয়ার ছবি এই প্রতিবেদকের হাতে রয়েছে, সেখানে দেখা যায় আওয়ামী লীগ নেতা অর্ণব তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ফুল নিয়ে সাক্ষাতের ছবি নাসির তার নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে নাসির নাগরী ইউনিয়ন যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে অংশগ্রহণের ছবি ও পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকার একজন জানান,কাদির চেয়ারম্যানের ভায়রার ছেলে পূবাইলের নাসির বিগত আওয়ামী সরকারের আমলে নাগরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার খালুর প্রভাব খাটিয়ে সকল ধরনের অপকর্ম করেছেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাকে সকলে কাদির চেয়ারম্যান ও তার ছেলে অর্ণবের সহচর হিসেবে জানে।
পূবাইল এলাকা ঘুরে আরো জানা যায়, নাসির পূবাইল থানা ছাত্র লীগের সাবেক সভাপতি গোলজার হোসেন মৃধা টুটুলের আপন ভগ্নিপতি,বিগত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর টুটুল আত্মগোপনে চলে যাওয়ার পর তার বালুর গদি, মাছের প্রজেক্টসহ অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করে নাসির এবং এলাকায় সে নিজেকে বিএনপি নেতা হিসেবে আবির্ভূত করে।
এরপর এলাকার ডিস ব্যবসা, গার্মেন্টসের ঝুট নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সনাতন ধর্মের একজন জানান, আমার পার্শ্ববর্তী সনাতন ধর্মের এক পরিবারের বাড়িতে নাসির প্রায় ২০ বছর আগে ও তার দলবল নিয়ে প্রবেশ করে, ডাকাতি করার পর বাড়ির মালিকের স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায় এমন ঘটনাও রয়েছে।
এছাড়াও এলাকার পোশাক কারখানার শ্রমিকদেরকে নাসির বিভিন্ন সময় কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
ভুক্তভোগী অনেকে থানায় বা অন্য কোথাও অভিযোগ দিতে ভয় পায়।
এ বিষয়ে অভিযুক্ত নাসিরের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে তার খালাতো ভাই নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত কাদির মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম অর্ণবের মোবাইলে ফোন দিলে তিনি জানান ,নাসির তার খালাত ভাই, আওয়ামী সরকারের আমলে সে এবং তার পিতার আশ্রয়ে তাদের বাড়িতে থাকতো এবং বেতনভুক্ত কর্মচারী হিসেবে তাদেরজায়গা জমি দেখাশোনার কাজ করতো ।
নাগরী এবং পুবাইল এলাকার একাধিক লোকজন জানান, নাসির একজন লম্পট, চাঁদাবাজ,মাদক সেবী,সে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম অর্ণব ও তার শ্যালক পুবাইল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলজার হোসেন টুটুলের অবৈধ সম্পদ রক্ষা করতে বিএনপিতে অনুপ্রবেশ করেছেন।
গাজীপুরের বিএনপি নেতাদের কাছে আহ্বান যতদ্রুত সম্ভব এ নাসিরকে বিএনপির সকল ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখা হোক

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories