শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

মাগুরায় থেকে-৫ বছরের সাজা প্রাপ্ত পলাতক এক নারী আসামিকে আটক করেছে পুলিশ

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৬৭ বার

মাগুরা থেকে-৫ বছরের এক সাজা প্রাপ্ত নারী আসামীকে আটক করেছে পুলিশ। জানা গেছে,, মহম্মদপুর উপজেলার নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই লিটন দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ১৪ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় পলাতক এক নারী সাজাপ্রাপ্ত আসামিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী একটি ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ । আটককৃত-৫ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী মোছাঃ সোনালী (৩৫ )পিং-ওয়াদুদ সাখাওয়াতি থানা মহম্মদপুর মাগুরা। পুলিশ জানায়, মোঃ আব্দুল মালেক পিং-আব্দুল আউয়াল সাং- কাইচা বাড়ী থানা আশুলিয়া জেলাঃ ঢাকা মামলাটি দায়ের করেন। আশুলিয়া ৩৬(৬)১২ জি,আর নং-৪০৬(১২)। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা থেকে পলাতক আসামীর বিরুদ্ধে ৪/৭/২০১৯ রায় ঘোষণা করেন। রায়ে আসামীকে-৫ বছরের সশ্রম কারাদন্ড এবং অনাদায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড এবং-২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। উক্ত পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে আটকে করে ১৫ মে আদালতে পাঠানো হয়েছে বলে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories