পহেলা জানুয়ারী দুপুর ২ টায় গাজীপুর কাশিমপুরের পূর্ব এনায়েতপুর এলাকা সবুজ কানন মোড় খান আহসান আলী সাইকেল স্টোরের সামনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মোল্লার গোডাউন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১।
জানা যায়, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মোল্লার শ্বশুর হাসেম আলীর কাছ থেকে গোডাউনটি কিনে নেয় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মোল্লা। পরে সেখানে তিনি জুটের গোডাউনের আড়ালে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে ৯৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতারকৃতরা হচ্ছে : রাসেল মিয়া, ইমরান আলী, তারেক রহমান, রবিউল ইসলাম। তাদের আজ শুক্রবার
কাশিমপুর থানা থেকে নিয়মিত মামলা অজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কাউন্সিলর শাহিন মোল্লা জানান, এটা আমার কোন গোডাউন না । কার গোডাউন সেটা আমি জানি না।
স্থানীয় একাধিক লোকজন জানান, গোডাউনটি ছিল কাউন্সিলর শাহীন মোল্লার শ্বশুড় হাসেম আলীর, পরে শাহীন মোল্লা গোডাউনটি কিনে নিয়ে সেখানে ব্যবসা শুরু করে। তবে তিনি সেখানে কি মাদক ব্যবসা করতেন কি না তারা জানেন না।
Leave a Reply