গত ২৭ মার্চ/২৩ সোমবার নাগলা বাজারের ব্যবসায়ীর ছিনতাইকৃত ১২ লক্ষ টাকার মধ্যে পুলিশের বিশেষ তৎপরতায় ৫৫৩৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।এ ব্যপারে হালুয়াঘাট থানা ওসি তদন্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, মোঃ মোস্তফা কামাল (৪০) নাগলা বাজারে মনোহারী ও পাইকারী, ডিলারের ব্যবসা করে। ৩/৪ বছর পূর্ব হতে বাদীর আপন জেঠাতো ভাই মোঃ মিজবাহুল ইসলাম (২০) দোকানে বাদীর সহযোগী হিসাবে কাজ করে আসছিল। গত ২৭/মার্চ সকাল আনুমানিক ১১.০৫ ঘটিকার সময় বাদীর দোকানের বিক্রয় করা মালামালের মোট-১২ লক্ষ টাকাসহ বাদীর জেঠাতো ভাই মিজবাহুল ইসলাকে ধারা রুপালী ব্যাংক লিমিটেডে জমা দেওয়ার জন্য প্রেরণ করে। সে নাগলা বাজার হতে টাকাসহ অন্যান্য যাত্রীদের সাথে মাহিন্দ্র গাড়ীতে উঠে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছিলে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে বাদীর ভাইয়ের যাওয়া মাহিন্দ্র গাড়ীটি থামিয়ে চার পাশ ঘেরাও করে ধরে ছিনতাইকারীরা চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দ্বারা ভীতি প্রদর্শন করে তার হাতে চটের ব্যাগে থাকা ১২লক্ষ টাকা ছিনতাই করার চেষ্টাকালে বাদীর ভাই বাঁধা দিলে চাপাতি হাতে থাকা অজ্ঞাত ডাকাত চাপাতি দিয়ে মেজবাহুলকে এলোপাথারী কুপিয়ে ডান হাতের কনুইয়ের উপরে এবং নিচে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে বাদীর ভাইয়ের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
এ সংক্রান্তে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে হালুয়াঘাট থানার মামলা নং-২১, তারিখ-২৮/০৩/২৩, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হলে হালুয়াঘাট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১২ ঘন্টার মধ্যেই উক্ত ডাকাতির সাথে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইলিয়াছ (২৭), পিতা-মোঃ আব্দুছ সোবহান, মাতা-সুফিয়া খাতুন, ২। মোঃ রফিকুল ইসলাম (২৬), পিতা-মৃত ইউসুব আলী, মাতা-মৃত আম্বিয়া খাতুন, উভয় সাং-গাতি, নাগলা বাজার, ৩। মোঃ ফাহিম (২০), পিতা-মোঃ হাবিবুল্লাহ, মাতা-মোছাঃ ফাতেমা খাতুন, সাং-কাউছিয়া, শাকুয়াই, ৪। মোঃ রিপন মিয়া (২৫), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-শাকুয়াই (চরপাড়া), ৫। মোঃ আরাফাত হোসেন আকাশ (২৪), পিতা-ইউনুছ আলী খান, মাতা-মৃত ফজিলা খাতুন, সাং-বালিযোগী, শাকুয়াই, সর্ব থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার পূর্বক ডাকাতি সংক্রান্তে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা ২৭/৩/২০২৩ খ্রি: ১১.১৫ ঘটিকায় হালুয়াঘাট থানাধীন বীরগুছিনা (গরপাড়া) সাকিনে পাকা রাস্তার পশ্চিম পার্শ্বের রাস্তায় ডাকাতির ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে স্বীকার করে।
উদ্ধারঃ মোঃ রিপন মিয়া (২৫) এর নিকট হতে ১ টি সুইচ গিয়ার চাকু ও ১টি ওয়ালটন মোবাইল ফোন। মোঃ ফাহিম (২০) এর নিকট হতে ২,৫৭,০০০/-টাকা ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি লাল রঙ্গের পালসার মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন। ইলিয়াছ এর নিকট হতে ১,৫০,০০০/-টাকা ও টাকা পরিবহনের একটি ব্যাগ। রফিকুল ইসলামের নিকট হতে ১,৪৬.৫০০/-টাকা, সর্বমোট =৫,৫৩,৫০০/-টাকা । গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি: ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।
তারা জবানবন্দিতে নিজেদের এবং সহযোগীদেরকে জড়িয়ে জবানবন্দি প্রদান করে। তিনি আরও বলেন ওসি শাহিনুজ্জামান খানের দিক নির্দেশনায় সহযোগীতায় আরো ৩ জন গ্রেফতার আছে,এবং অন্যানদের গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply