চট্টগ্রামে কোটা আন্দোলনকে ঘিরে মঙ্গলবার বিকেলের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুই থানায় পৃথক চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ছয় হাজার থেকে সাত হাজার মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচলাইশ থানায় তিনটি ও খুলশী থানায় একটি মামলা করা হয়।
বুধবার এ মামলাগুলো করা হয়। মামলায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান। তিনি বলেন, হত্যা ও গোলাগুলির ঘটনায় তিনটি মামলা হয়েছে। এতে ৬০ জন গ্রেফতার করা রয়েছে।
পাঁচলাইশ থানায় দুটি মামলার বাদী হয় পুলিশ। হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা দুটি করা হয়। এ মামলা দুটির প্রতিটিতে অজ্ঞাতনামা ছয় হাজার থেকে সাত হাজার মানুষকে আসামি করা হয়। অপর মামলাটি করেন মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের হাতে আহত ইমন ধরের মা সুমি ধর। ওই মামলায় এক–দেড় শ মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এদিকে নগরের ২ নম্বর গেটে মারামারির ঘটনায় আজ খুলশী থানায় এমইএস কলেজের শিক্ষার্থী শাহেদ আলী নামের একজন বাদী হয়ে ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ মামলার বিষয়টি স্বীকার করে বলেন, মারামারির ঘটনায় মামলা হয়েছে একটা। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply