শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা দায়ের, আসামি ৭ হাজার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৯ বার

চট্টগ্রামে কোটা আন্দোলনকে ঘিরে মঙ্গলবার বিকেলের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুই থানায় পৃথক চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ছয় হাজার থেকে সাত হাজার মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচলাইশ থানায় তিনটি ও খুলশী থানায় একটি মামলা করা হয়।
বুধবার এ মামলাগুলো করা হয়। মামলায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান। তিনি বলেন, হত্যা ও গোলাগুলির ঘটনায় তিনটি মামলা হয়েছে। এতে ৬০ জন গ্রেফতার করা রয়েছে।
পাঁচলাইশ থানায় দুটি মামলার বাদী হয় পুলিশ। হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা দুটি করা হয়। এ মামলা দুটির প্রতিটিতে অজ্ঞাতনামা ছয় হাজার থেকে সাত হাজার মানুষকে আসামি করা হয়। অপর মামলাটি করেন মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের হাতে আহত ইমন ধরের মা সুমি ধর। ওই মামলায় এক–দেড় শ মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এদিকে নগরের ২ নম্বর গেটে মারামারির ঘটনায় আজ খুলশী থানায় এমইএস কলেজের শিক্ষার্থী শাহেদ আলী নামের একজন বাদী হয়ে ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ মামলার বিষয়টি স্বীকার করে বলেন, মারামারির ঘটনায় মামলা হয়েছে একটা। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories