বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী যমুনা গার্মেন্সে শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-৭, আবারো-৭৫ শ্রমিক ছাঁটাই টঙ্গীতে মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারী শ্রমিকরা, যান চলাচল শুরু গাজীপুরে মহিলা কাউন্সিলরসহ গ্রেফতার-২ টঙ্গীতে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৫ গাজীপুরে বলাৎকারের অভিযোগ দিয়ে গণধোলাই। কারাগারে নেয়ার পর মৃত্যু,এলাকায় উত্তেজনা টঙ্গী ময়দানে সহিংসতার মামলায় জামিনে মুক্তি পেলেন সা’দ পন্থী আলেম মুফতি মুফতি জিয়া বিন কাশেম টঙ্গীতে শালিস বৈঠকে প্রতিপক্ষকে ছুরি মারতে যাওয়া যুবককে বাধা দিতে গিয়ে নিজেই খুন অনুগল্প “ভালোবাসার অনুসূচনা” পাহাড়ে নারীর জীবন সংগ্রামের ছাপচিত্র লাইসেন্স পেলো স্টারলিংক

গাজীপুরে সড়কে নেমেছে যাত্রীর ঢল, ধীর গতিতে চলছে যানবাহন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১ বার

ঈদযাত্রায় পরিবার, স্বজনদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে মানুষ। শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকেই গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। বিভিন্নস্থানে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে, যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোর থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। যাত্রীদের পাশাপাশি সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির সংখ্যা গতকালের চেয়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগ আলী, গাজীপুরা পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীর গতিতে। এ ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেয়া, যাত্রী উঠা-নামার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। ফলে টাঙ্গাইল মহাসড়কের খাড়াগোড়া থেকে সফিপুর পর্যন্ত ও চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঈদকে সামনে রেখে সড়ক–মহাসড়কে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ঘরমুখো মানুষের নিরাপত্তায় ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একই সঙ্গে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীদের চাপ আরও বাড়বে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২৬ মার্চ থেকে ১৬১টি কারখানা ছুটি শুরু হয়। ২৭ মার্চ থেকে ৩৭৪টি, ২৮ মার্চ থেকে ৬৪৮টি। ২৯ মার্চ থেকে ৯২৪টি কারখানা ছুটি দেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories