বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

পূবাইলে পুলিশ কর্তৃক ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

পুবাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার
Screenshot

মহানগরীর পূবাইলস্থ ৪১ নং ওয়ার্ড বসুগাঁও পূর্বপাড়ার আফজালের ছেলে ধর্ষণ মামলার এজারভুক্ত আসামি রাকিবুল হাসান আশিক(২৪) কে আটক করে থানা পুলিশ ।
গাজীপুরের পূবাইল বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে উক্ত সমন্বয়কারী রাকিবুল হাসান আশিক ২ বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রেমের সম্পর্কের জের ধরে ওই সমন্বয়কারী বাদীনিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ ডিসেম্বর ২৩ ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় পূবাইল থানাধীন ডেমারপাড়া সাকিনস্থ নীড় রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট এর ৩০২ নাম্বার কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীনিকে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত ইং-০৬/০৬/২০২৪ তারিখে উক্ত আসামী বাদীনিকে বিয়ের কথা বলে গাজীপুর কোর্ট হইতে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে বাদীনির স্বাক্ষর নিয়া জানায় যে, ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা দেনমোহর দিয়া আসামী অত্র মামলার বাদীনিকে বিবাহ করিয়াছে। তাহার পর হইতে উপরোক্ত আসামী বাদীনিকে বিয়ের কাগজপত্র দেখাইতে বলিলে আসামী বিয়ের কাগজ পত্র না দেখাইয়া বাদীনিকে বিভিন্ন রকম এলোমেলো কথা বলে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বাদীনির এরুপ ঘটনার প্রেক্ষিতে পূবাইল থানার ধর্ষণ মামলা নং-০৬(১১)২৪ রুজু করে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হকসহ কনস্টেবলগন তথ্য প্রযুক্তি ও র্যা ব-০১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এর সহায়তা নিয়া অভিযান পরিচালনা অভিযান চালিয়ে ০৪ জানুয়ারি ২৫ইং দুপুরে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন হাউজ বিল্ডিং, নর্থ টাওয়ার এর সামনে বর্ণিত মামলার এজাহার নামীয় রাকিবুল হাসান আশিক (২৪) কে গ্রেফতার পূর্বক পূবাইল থানায় সোপর্দ করেন । পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম জানান, বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories