মাগুরা মহাম্মদপুর থনা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাা মূলে বিভিন্ন মামলায় ১৩ মে-৬ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে,রুমন মোল্যা, পিতা-মোঃ আমানত মোল্যা, গ্রাম পানিঘাটা, মোঃ বুলু জমার্দ্দার, পিতা-মোঃ হারুন জমার্দ্দার, গ্রাম পানিঘাটা, মোঃ সেলিম মোল্যা,পিতা-মৃত সালাম মোল্যা, সাং-নারানদিয়া, মিজানুর রহমান মিজু, পিতা-মুক্তার হোসেন, গ্রাম কালিশংকরপুর, শাহাজান মন্ডল,পিতা-মুজিবার মন্ডল,গ্রাম-চর নাওভাঙ্গা, মোঃ লালচাঁদ, পিতা-সাত্তার শেখ, গ্রাম -নাওভাঙ্গা ছলিমের চর সর্ব সাং-মহম্মদপুর-মাগুরা।
এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান বিভিন্ন মামলায়-৬ জন আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply