শীতকাল মানে সবজির মৌসুম। এসময় নানা তরতাজা সবজিতে ভরা থাকে বাজার। বাঁধাকপির সেসবের মধ্যে অন্যতম। তবে প্রতিদিন একই ধাঁচের রান্না খেতে ভালো না লাগারই কথা। তাই এই সাধারণ সবজিতে অসাধারণ স্বাদ আনতে চাইলে রান্নায় একটু ভিন্নতা আনা যেতেই পারে। তৈরি করতে পারেন সুস্বাদু ভর্তা আর রান্না করা যেতে পারে বাঁধাকপি দিয়ে গরুর মাংস। চলুন জেনে নেওয়া যাক ভিন্ন এই দুটি রেসিপি-
বাঁধাকপির ভর্তা
গরম ভাতের সঙ্গে বিভিন্ন রকম ভর্তা হলে জমে বেশ। শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। এটি তৈরি করা যায় খুব অল্প সময়েই। আবার তৈরিতে উপকরণও খুব বেশি লাগে না। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক বাঁধাকপি ভর্তা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
বাঁধাকপি কুচি- ১ কাপযেকোনো মাছ- ২ টুকরাপেঁয়াজ কুচি- ১ টেবিল চামচকাঁচা মরিচ- ৫-৬ টিরসুন কুচি- ১ চা চামচশুকনো মরিচ ৩-৪ টিসরিষার তেল- পরিমাণমতো।
তৈরি করবেন যেভাবে
বাঁধাকপি ধুয়ে কুচি করে ভাপিয়ে নিন। মাছের টুকরাগুলো ভেজে কাঁটা বেছে নিন। এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও রসুন ভেজে নিন। এরপর তাতে যোগ করুন শুকনো মরিচ। ভাজা হলে নামিয়ে নিন। এবার ভাপানো বাঁধাকপি, কাঁটা বেছে রাখা ভাজা মাছ ও অন্যান্য উপকরণ একসঙ্গে মেখে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
বাঁধাকপি দিয়ে গরুর মাংস
এই সাধারণ সবজিতে অসাধারণ স্বাদ আনতে চাইলে রান্না করতে পারেন বাঁধাকপি দিয়ে গরুর মাংস। শীতের দুপুরে ধোঁয়া তোলা গরম ভাতের সাথে বাঁধাকপি দিয়ে গরুর মাংস বেশ জমে যাবে। চলুন জেনে নেওয়া যাক এর রেসিপি-তৈরি করতে যা লাগবে মাংস- ১ কেজিবাঁধাকপি সেদ্ধ- ২-৩ কাপটক দই- ২-৩ টেবিল চামচপেঁয়াজ বাটা- ৪ টেবিল চামচআদা বাটা- ১ টেবিল চামচরসুন বাটা- ১ টেবিল চামচগরম মসলার গুঁড়া- ১ চা চামচএলাচি- ২-৩ টিদারুচিনি- ২ টুকরাতেজপাতা- ২-৩টিহলুদ গুঁড়া- ১-২ চা চামচমরিচ গুঁড়া- ১-২ চা চামচজিরা গুঁড়া- ১ চা-চামচকাঁচা মরিচ- ৪-৫টিলবণ- স্বাদমতোতেল- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। বাঁধাকপি কুচি করে কেটে তারপর ধুয়ে পানি ঝরিয়ে হালকা ভাপ দিয়ে রাখুন। এবার মাংসের সাথে সব মসলা একসাথে মাখিয়ে ১৫- ২০ মিনিট রেখে দিন। এরপর একটি পাত্রে তেল দিয়ে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে পাঁচফোড়ন দিন।এখন মাখানো মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন। কিছুটা শুকিয়ে আসলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ না হওয়া পর্যন্ত বার বার অল্প অল্প করে গরম পানি দিয়ে অপেক্ষা করুন। ঝোল ঘন হয়ে আসলে বাঁধাকপি দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন। এবার কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।
Leave a Reply