সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সরকারি বৃত্তিতে ডেনমার্কে মাস্টার্সের সুযোগ থাকছে বাংলাদেশিদের জন্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার

উচ্চশিক্ষার জন্য অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের দেশ ডেনমার্ক। দেশটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। সেই সঙ্গে রয়েছে বেশকিছু স্কলারশিপের সুযোগ। ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক (এসডিইউ) বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে।বিশ্ববিদ্যালয়টির এ স্কলারশিপ দেশটির সরকারি বৃত্তি হিসেবে পরিচিত।
এ বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে টিউশন ফি ও উপবৃত্তির সুবিধা। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা: ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেয়া হবে। এ ছাড়া জীবনযাত্রার খরচের জন্য মাসে ৩ হাজার ডেনিশ ক্রোন যা বাংলাদেশি মুদ্রায় টাকায় ৫০ হাজার ৫৭ টাকা দেয়া হবে।
আবেদনের যোগ্যতা: ডেনমার্ক সরকারি বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডে নাগরিকত্ব থাকা যাবে না। আগ্রহী প্রার্থীদের উচ্চশিক্ষার একটি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের ডেনমার্কে ডিগ্রি গ্রহণের সময় পর্যন্ত বসবাসের অনুমতি দেয়া হবে।
নির্বাচনের মানদণ্ড: আবেদনকারী প্রার্থীদের থেকে সেরা ও যোগ্য শিক্ষার্থীদের পয়েন্ট দেয়া হবে। এই পয়েন্টগুলোর ভিত্তিতে প্রার্থীদের ডেনিশ স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে। আবেদনের শেষ তারিখের আগেই প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তিটি বিস্তারিত দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories