শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

নরুন্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০ বার

জামালপুর সদর উপজেলা নরুন্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে নরুন্দি ছাত্র সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ।
২২ শে নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়, নরুন্দি স্কুল এন্ড কলেজ মাঠে। উক্ত খেলায় দাপেনেশ্বর অন্তরঙ্গ ফুটবল ক্লাব ও নরুন্দি ব্রম্মোত্তর টাইগার ক্লাব অংশগ্রহণ করেন। উক্ত খেলায় সভাপতিত্ব করেন মো: আরাফাত হোসেন, আহ্বায়ক নরুন্দি ছাত্র সংসদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড, শাহ মো; ওয়ারেছ আলী মামুন, সহসাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক জেলা বি, এন,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সফিউর রহমান বৈষম্য সফি,সভাপতি উপজেলা বি, এন,পি।,মো: রহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক উপজেলা বি, এন পি,। মো: শফিকুল ইসলাম,আহবায়ক সদর উপজেলা যুবদল, মো; এমদাদুল হক, সভাপতি নরুন্দি ইউনিয়ন বি, এন,পি, মো: সুফিয়ান কবির শিপন, সাধারণ সম্পাদক নরুন্দি ইউনিয়ন বি এন পি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশেষভাবে ধন্যবাদ জানাই, নরুন্দি ছাত্র সংসদের সকল বড় ও ছোট ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি ফাইনাল খেলা উপহার দেওয়ার জন্যে।
পড়ন্ত বিকালে হাড্ডাহাডি লড়াই এর সুন্দর ও আকর্ষণীয় খেলায় রূপ নেই যা দর্শক উপভোগ করেন। উক্ত খেলায় নরুন্দি ব্রহ্মুোত্তর টাইগার ক্লাব ২-০ গোলে জয়ী হয়। সেরা খেলোয়ার হিসেবে বিবেচিত হয় নরুন্দি ব্রহ্মোত্তর টাইগার ক্লাবের ৯ নম্বর জার্সি গঠিত খেলোয়ার সাগর।
খেলা শেষে প্রধানম অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories