ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অভিযানে অদ্য ইং ২২/১১/২০২৪ তারিখ সকাল অনুমান ০৬:৪৫
ঘটিকার সময় ফুলপুর থানাধীন কুরিয়ার ব্রিজ উপর গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদির দিকনির্দেশনায় ফুলপুর থানার একটি চৌকস টিম এস আই সবুজ মিয়ার নেতৃত্বে এএস আই মোজারুল ইসলাম, এএসআই সামিউল হক, ও পুরো সদস্য সহ চেকপোস্ট পরিচালনাকালে ০৪ জন মাদককারবারীসহ একটি প্রাইভেটকারে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত ৮০ (আশি) বোতল মদ আটক করা হয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে ফুলপুর থানার মামলা নং-১৬, তারিখ-২২/১১/২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। উক্ত মামলায় এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী হলো ১. মোঃ শাকিল মিয়া(২০), পিতা-আনোয়ার হোসেন , সাং-ঢনঢনিয়া, উপজেলা/থানা- শ্রীবর্দী, জেলা-শেরপুর, ২. মোঃ মুছা মিয়া(২৫), পিতা-নুরু হোসেন ৩. বায়োজিদ @ দয়াল(২২), পিতা-আব্দুল হাই মন্ডল , উভয় গ্রাম- বরাক, থানা-হালুয়াঘাট, জেলা -ময়মনসিংহ, ৪. মোঃ সুজন মিয়া(২৫), পিতা-মোঃ সুরুজ আলী , সাং-মেকিয়ারকান্দা, থানা-ধোবাউড়া,
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, এ ঘটনায় ফুলপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply