শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

পরিবারের সন্ধান জরুরি, মানসিক ভারসাম্য হারিয়ে বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭ বার

স্বজনের অপেক্ষায় ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনা, ঢাকায় অপেক্ষার প্রহর গুনছেন মানসিক ভারসাম্যহীন এক সৌদি প্রবাসী। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসে সৌদি আরব থেকে দেশে ফিরেন এই রেমিট্যান্স যোদ্ধা।
জানা যায়, সৌদি প্রবাসী ওই ব্যক্তিকে বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা করতে দেখে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। পরে এপিবিএন সদস্যরা ওই ব্যক্তিকে তাদের অফিসে নিয়ে যান।
এপিবিএন সদস্যরা জানায়, তার (মানসিক ভারসাম্যহীন সৌদি প্রবাসী) কাছে কোনো ডকুমেন্ট নেই। তিনি পরিবারের কোনো তথ্য দিতে পারছেন না। বর্তমানে এই রেমিট্যান্স যোদ্ধার পরিবার খুঁজে নিরাপদে হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ম্যানেজার আল আমিন জানান, এই রেমিট্যান্স যোদ্ধার স্বজনের খোঁজে সকলের সহযোগিতা কামনা করছি। বিস্তারিত জানতে `নয়ন-01712197854′ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories