বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

গাজীপুর মহানগরীর পূবাইলে বিদেশী মদসহ গ্রেফতার-১

পূবাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৫ বার

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মীরের বাজার চৌরাস্তা থেকে ১ জনকে বিদেশি মদসহ গ্রেফতার করেছে।
জানা যায়: এসআই হুমায়ুন কবিরের নেতৃত্ব এসআই মোঃ রফিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাছুম ক্লাসিক পরিবহনের বাস যোগে সুনামগঞ্জ হইতে একজন লোক মাদকসহ মাওনা, গাজীপুর এর উদ্দেশ্যে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় এস আই হুমায়ুন কবির সঙ্পুলিশ সদস্যদের নিয়ে পূবাইল থানাধীন কামারগাঁও সাকিনস্থ মীরের বাজার চৌরাস্তা ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার উপর মাছুম ক্লাসিক পরিবহনের বাস তল্লাশী করিয়া যাত্রী বেশে থাকা মোঃ আলী আকবর (১৯), পিতা-মৃত আব্বাস আলী, মাতা-আমিরুন নেছা, সাং-দেলোয়ার নগর, থানা-দোয়ারা বাজার, জেলা-সুনামগঞ্জকে ২০ বোতল (প্লাস্টিক) বিদেশী মদ, ০৮ বোতল (কাচের) বিদেশী মদ যাহার সর্বমোট ওজন (৩৬০০মি:লি:+৩০০০মি:লি) =৬,৬০০(ছয় হাজার ছয়শত) মি:লি:, যাহার মোট মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা, মাছুম ক্লাসিক পরিবহন (বাস) এর ১টি টিকেট, যাহাতে ধৃত আসামী আলী আকবরের নাম ও তাহার ব্যবহৃত মোবাইল নাম্বার তাং-২৬/১০/২০২৪ খ্রি, সময় রাত ০৯.৪৫ ঘটিকা, গাড়ী নং-১৭৩১, গন্তব্য মাওনা, গাজীপুর লেখা আছে,(iv) ০১টি Gphone মডেলের বাটন মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১,০০০/-(এক হাজার) টাকাসহ তাং-২৭/১০/২০২৪ খ্রি: সময় ভোর ০৫.০৫ ঘটিকায় জব্দ করেন। ধৃত মাদক ব্যবসায়ী পূবাইল থানার মামলা নং-১৯, তারিখ-২৭/১০/২০২৪ খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৪(ক) রুজু হয়েছে। মামলা রুজু শেষে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories