বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর নিজ বাড়ী মুদাফা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পশ্চিম পুলিশ।
এদিকে গাজীপুর মহানগর ৫০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দীককে র্যাব সদস্যরা গ্রেফতার করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় ৫২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মিল কলকারখানায় চাদাবাজীসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply