মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জমিয়তের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮ বার

অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে যুব জমিয়ত বাংলাদেশ আয়েজিত ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন।
মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, ক্ষমতার মোহে দেড় দশক ধরে শত শত মানুষকে গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে স্বৈরশাসক হাসিনা । কুণ্ঠটাবোধ করেনি দেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিতে। বন্ধুত্বের নামে ভারতের দাসত্বের জিঞ্জিরে দেশের আঠারো কোটি মানুষকে আবদ্ধ করে রেখেছিল। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস স্বৈরশাসক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরকে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে রেখেছেন। বিগত সরকারের নির্দেশে জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এসবের হুকুমদাতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। কিন্তু সরকার এতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংস্কারের নামে এই সরকারের কালক্ষেপণ বরদাশ করবে না জনগণ।
মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও মাওলানা সুহাইল আহমদের পরিচালনায় আরও বক্তব্য দেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি আল্লামা আব্দুর রহীম ইসলামাবাদী, সহসভাপতি মুফতি আরিফ বিল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী যুব সমাজের মহাসচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম।
আরও বক্তব্য দেন- ইসলামী যুব মজলিস সহ সাধারণ সম্পাদক মুফতি শেখ সাব্বির আহমদ, যুব জাগপার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এবি যুব পার্টি আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, বাংলাদেশ এলডিপি যুবদলের সভাপতি ফয়সাল আহমদ, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল, বিপ্লবী যুব সংহতির সভাপতি বাবর চৌধুরী, যুব ফোরামের সভাপতি মোহাম্মদুল্লাহ মধু, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সুবাহান, মাওলানা আব্দুল হালিম বিন হারুন, মাওলানা কামরুজ্জামান কাসেমী, মাওলানা নিজাম উদ্দিন আল আদনান, মাওলানা হাসান আল মামুন, অ্যাডভোকেট রেজাউল হক, মুহিব্বুল্লাহ বোরহান, তাজুল ইসলাম, খালেদ মাহমুদ, আরাফাত আল মিসবাহ প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories