কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের খুঁজে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। সেই সঙ্গে যুক্ত হয়েছে দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে না পাওয়া। মাঝে মাঝে ভালো সময় উঁকি দিলেও ধারাবাহিকতা দেখাতে পারছে না দলটি। কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া দুঃসময় অব্যাহত ছিল কোপা আমেরিকাতেও। সেই ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে শেষ বিশ্বকাপ বাছাইয়ে হারের স্বাদ। যেখানে তারা প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে।
এই হারের ফলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় বেশ পিছিয়ে রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ৫ নম্বরে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জন্টিনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
দলের এমন পরিস্থিতিতে সকলেই মনে করছেন সেরা তারকা নেইমার ফিরে আসলে হয়ত সকল দুঃস্বপ্ন কেটে যাবে। তাই তো তাকে না পাওয়া নিয়ে আক্ষেপের কথা বলেন ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র। সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা চোটের কারণে মাঠের বাইরে আছেন গত বছরের অক্টোবর থেকে। তবে ব্রাজিল সমর্থকদের নেইমারকে মাঠে দেখার প্রত্যাশা সম্ভবত এখনই পূরণ হচ্ছে না। এই মুহূর্তে তিনি ইনজুরি থেকে মুক্ত হতে রয়েছে পুনর্বাসনে।
তাই তো নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ দরিভাল। ক’দিন আগে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুসও বলেছেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।
হাসপাতালে শুয়ে ভারতীয় সমর্থকদের মারধরের বিবরণ দিলেন ‘টাইগার রবি’
ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ আটে আর্জেন্টিনা
বিতর্কিত হওয়ার দায় ক্রিকেটার সাকিবের একার না, বিসিবির পুরোনো কমিটিরও
সাকিবকে সংবর্ধনার বিষয়ে যা জানালো উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন
শুক্রবার রাতে লাতিন আমেরিকার ২০২৬ ফুটবল বিশ্বকাপের দুটি বাছাই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ দারিভাল জুনিয়র। দলে ফিরেছেন বার্সেলোনা তারকা রাফিনহা ও আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লি। এছাড়া দলে নতুন মুখ হিসেবে রয়েছে দু’জন।
নতুন মুখ দু’জন হলেন, ফরাসি ক্লাব লিওঁর আবনের এবং অন্যজন বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস। এছাড়া আক্রমণভাগে রয়েছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক।
আগামী ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সকাল ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে। সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষে পেরু। এই দুই ম্যাচ দিয়ে ব্রাজিল ছন্দে ফিরতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক
অ্যালিসন বেকার, বেন্তো, এদেরসন।
রক্ষণভাগ
দানিলো, আবনের, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কুইনহোস।
মিডফিল্ডার
আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকুয়তা।
আক্রমণভাগ
রদ্রিগো, এনদ্রিক, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা।
Leave a Reply