মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

সংঘাত ছেড়ে বিরোধীদের আলোচনায় বসার আহ্বান মিয়ানমার জান্তা প্রধানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭ বার

জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সংঘাত পরিহার করে আলোচনার বসার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং। তবে বিরোধী পক্ষগুলো এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।
মিয়ানমারের রাষ্ট্র পরিচালনা কর্তৃপক্ষ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এবং বিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) পরিচালিত সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেসকে (পিডিএফ) ‘সন্ত্রাসবাদী পথ’ ছেড়ে দিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গোষ্ঠীগুলো জান্তা বাহিনীর বিরুদ্ধে সম্মিলতি হামলা শুরু করার পর গভীর সংকটের মধ্যে পড়েছে মিয়ানমার সেনাবাহিনী।
শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) বলেছে, ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র সংগঠন এবং পিডিএফ সন্ত্রাসবাদীদের দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আলোচনার টেবিলে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যাতে তারা সশস্ত্র সন্ত্রাসী পথ পরিত্যাগ করতে পারে।
বিমানে যাত্রীর মৃত্যু, কলকাতায় জরুরি অবতরণ
প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে আসছে হারিকেন ‘হেলেন’, ২০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা
কলকাতায় বাংলাদেশের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ রুপিতে
এদিকে দেশটির জান্তা বাহিনী সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। মূলত নির্বাচন আয়োজনের অংশ হিসেবেই বিরোধীদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে দেশে ভোটার তালিকা হালনাগাদকরণ শুরু হবে, যাতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories