জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে টঙ্গীর মরকুন মধ্যপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করেছে জামালপুর জেলা ডিবি পুলিশ।
জামালপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে জামালপুর জেলার মেলান্দহ থানার মাহমুদপুর গ্রামের নুর ইসলামের ছেলে বখাটে আমিনুর রহমান (১৭) তার সহযোগী একই এলাকার মিল্টনের মেয়ে মুন আক্তার ও মন্টুর মেয়ে মনিকা আক্তারসহ ইসলামপুর থানার রামভদ্রা গ্রামের সাদা মিয়ার ছেলে রুবেল মিয়া মিলে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং রাত আনুমানিক ১০ টায় মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী এবং মাহমুদপুর গ্রামের শহিদুর রহমানের নাবালিকা মেয়ে (১৩)কে অপহরন করে। পরে অপহৃতার মা নাজমা বেগম বাদী হয়ে জামালপুর জেলা আদালতে ‘বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) এর ৭/৯(১)/৩০ ধারায় নালিশী মোকদ্দমা নং-১৪৮/২০২৪ রজু করেন। পরে মামলাটির তদন্ত দেয়া হয় জামালপুর জেলা ডিবি পুলিশকে।এদিকে অপহরণকারীরা অপহৃতাকে গাজীপুর মহানগরস্থ টঙ্গী পূর্ব থানাধীন ৪৭ নং ওয়ার্ড মরকুন মধ্যপাড়া এলাকার পূর্ব পরিচিত নারী গার্মেন্টস কর্মী কাঞ্চনের ভাড়া বাসায় এসে আশ্রয় নেয়। কাঞনের বাসায় থেকে আমিনুর রহমান ওই স্কুল ছাত্রীকে নিয়ে টিকটক করে তা স্যোশাল মিডিয়া পোষ্ট করে। স্যোশাল মিডিয়ার পোষ্ট করা ভিডিও এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা ডিবি পুলিশের এস আই মোশাররফ হোসেন পিপিএম এবং এ এস আই মনির হোসেনের নেতৃত্বে একদল জেলা ডিবি পুলিশের সদস্য উপরোক্ত এলাকায় অভিযান চালিয়ে গার্মেন্টস কর্মী জনৈকা কাঞ্চনের ভাড়া বাসার একটি ঘর থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে নারী গার্মেন্টস কর্মী কাঞ্চন আক্তারের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে অপহৃত স্কুল ছাত্রীর মামা জানান, আমার ভাগ্নি অপহৃত হয়েছে। টঙ্গী থেকে উদ্ধার হয়েছে। আমরা এর বিচার চাই।
Leave a Reply