মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

আসছে ‘তোফাজ্জলের শেষ ভাত’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮ বার

ঠান্ডামাথায় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাওয়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে বেশ কয়েকজন শিক্ষার্থী নির্মমভাবে ঘণ্টার পর ঘণ্টা পিটিয়ে হত্যা করে তাকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যমও। চলতি মাসের ১৮ সেপ্টেম্বর রাতে হত্যা করা হয় তোফাজ্জলকে।
সেই ঘটনা উপজীব্য করে এবার নির্মিত হচ্ছে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’। খলিলুর রহমান কচির পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন ‘হা-শো’খ্যাত ইমরান। কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাটকের শুটিংয়ের ফাঁকে ইমরান বলেন, তোফাজ্জলের মতো একজন ভারসাম্যহীন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে দেশের মানুষ দেখেছেন। এই ঘটনায় মানুষ হিসেবে আমরা লজ্জিত। অপরাধীরা দৃষ্টান্তমূলত শাস্তি পাবে এটাই আমাদের সবার চাওয়া। আমরা ওইদিনের ঘটনা থেকে শুরু করে তোফাজ্জলের জীবনের নানা গল্প নাটকে তুলে ধরার চেষ্টা করছি।
তোফাজ্জলের শেষ ভাত’ নাটকে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকে। জানা গেছে, নাটকটি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে ইমরান হা-শো নামের একটি ইউটিউব চ্যানেলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories