মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

গাজীপুর খুনের পলাতক আসামী গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ বার

টঙ্গীতে মোঃ ইদ্রিছ আলী হত্যা মামলার পলাতক আসামী মোঃ জাহাঙ্গীর (৩৬)কে গ্রেফতার করে জিএমপি টঙ্গী পূর্ব থানা পুলিশ। দিনাজপুর খানসামা থানার কায়েমপুর গ্রামের রমজানে আলীর ছেলে জাহাঙ্গীর। জিএমপির অপরাধ দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন টঙ্গী পূর্ব থানার কনফারেন্স রুমে এবিষয়ে একটি প্রেস ব্রিফিং করেন।
মঙ্গলবার ভোরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সফিউল আলম টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে আসামী জাহাঙ্গীরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেফতারকৃত জাহাঙ্গীর পুলিশের কাছে হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে, জিজ্ঞাসাবাদে সে জানায়-পূর্ব শত্রুতার জের ধরে পাইপ রেঞ্জ দিয়ে ঘাড় ও মাথায় আঘাত করে ইদ্রিছ আলীকে হত্যা করে। এসময় জাহাঙ্গীর পুলিশের কাছে মামলা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
গত ১৫ সেপ্টেম্বর (রবিবার) রাতে টঙ্গী পূর্ব আরিচপুরে মৃত শেখ নাছির উদ্দিনের ছেলে মোঃ ইদ্রিছ আলী(৪৯)কে মাছ ধরার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে একই এলাকার আক্তার ভূইয়ার পরিত্যক্ত মেসে নিয়ে হত্যা করে। পরে এ বিষয়ে নিহতের ভাই শেখ মোঃ এরশাদ হোসেন (৩৮) টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসমী জাহাঙ্গীরকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories