ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র সংগ্রামী চেয়ারম্যান কে এম আবু তাহের বলেন, দেশ গঠনে বর্তমান সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
সোমবার তাহার নিজ এলাকা ফরিদগঞ্জ, চাঁদপুর আগমন উপলক্ষে এলাকাবাসীর পক্ষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ সাড়ে ১৫ বৎসরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি নিজ এলাকায় যান।
প্রধান অতিথির বক্তব্যে কে এম আবু তাহের বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ সাড়ে পনেরো বছর দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন করে গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
তিনি বলেন, বর্তামন সরকার জনগণের সরকার, তাই এই সরকারকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ গড়ার পথ সুগম করতে হবে। তিনি বলেন, এই ফরিদগঞ্জ আমার জন্মভুমি, এখানেই আমি বড় হয়েছি, তাই ফরিদগঞ্জবাসীর প্রতি আমার দায়িত্ব রয়েছে, যদি কখন সুযোগ আসে এবং ফরিদগঞ্জবাসী আমার পাশে থাকে তবে আমি ফরিদগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করতে চাই। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শে এই দেশ গড়তে হবে।
এনডিপি যুগ্ম মহাসচিব হাসানুজ্জামান সুমনের সঞ্চালনায় ও চাঁদপুর জেলা এন ডিপি সভাপতি মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম মেম্বার ফারুক খান, যুগ্ম-মহাসচিব জুয়েল রানা, ফরিদগঞ্জ থানা সভাপতি আলাউদ্দিন
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতারণা করে ক্ষমতায় এসে পরিবার হত্যার প্রতিশোধে এই দেশকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছিল। ছেলে, মেয়ে ও বোনকে দুর্নীতির এজেন্সি দিয়ে এই দেশের কিছু চোর, বাটপার আর অসাধু লোককে লুটপাটে লেলিয়ে দিয়েছিলো।
Leave a Reply