মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

জাতীয় সরকারের রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে এনডিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯ বার

এনডিপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটি পার্টির (এনডিপি) চেয়ারম্যান আব্দুল মুকাদ্দিম বলেছেন, আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে এনডিপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
রবিবার এনডিপির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় পার্টির ঢাকাস্থ কালভার্ট রোডের স্থায়ী কার্যালয়ে। সভায় এনডিপির চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি কুচক্রি মহল পার্বত্য চট্টগ্রাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় হত্যা ও অরাজকতা নীল নকশা চালিয়ে যাচ্ছে।
এনডিপির চেয়ারম্যান আরো বলেন, রাষ্ট্রীয় কাঠামোকে গতিশীল করার জন্য এই মুহূর্তে জাতীয় সরকার ছাড়া বিকল্প নেই। ছাত্র জনতার এই গণঅভ্যুত্থান যেন নৎসাত হতে না পারে সেজন্য এনডিপির সকল নেতাকর্মী সজাগ ও সচেতন থাকবে।
তাছাড়াও, এনডিপি সকল বিভাগীয় এবং জেলা শহরে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সর্বপ্রথম ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক মত বিনিময় সভার আয়োজন করা হবে।
যুগ্ন মহাসচিব হাবিবের পরিচালনায় বৈঠকে আরো ছিলেন- প্রেসিডিয়াম সদস্য লিটন খন্দকার, প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুনকাসির, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহমুদ, যুগ্ম মহাসচিব আবুল খায়ের, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন (B. N) অবসরপ্রাপ্ত, সাংগঠনিক সম্পাদক বেলারুশ মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতা নন্দী, দপ্তর সম্পাদক পলাশ আহমেদ, রাজু, লাভলু, জান্নাত, জোবায়ের প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories